মঙ্গলেও হবে কৃষিকাজ!


আমাদের চিরচেনা পৃথিবীর তুলনায় মঙ্গলের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সেখানকার তাপমাত্রা গড়ে মাইনাস ৮০ ডিগ্রি ফারেনহাইট কিংবা ৬০ ডিগ্রি সেলসিয়াস। বায়ুচাপও পৃথিবীর তুলনায় প্রায় ১০০ গুন কম। তাই স্বাভাবিকভাবেই মঙ্গলে চাষাবাদ করা অসম্ভব। আর সেখানে চাষাবাদ না করা গেলে সেখানে বসবাসের কথা তো চিন্তাই করা যায় না!
তাই লাল গ্রহ মঙ্গলকে বসবাসের উপযোগী করতে গ্রীসের ছাত্ররা উদ্ভাবন করলো নতুন এক প্রযুক্তি। পাপাই নামক স্বনির্ভর একটি গ্রিন-হাউজ। তাদের ডিজাইনকৃত গ্রিন-হাউজটি একটি সোলার পাওয়ার সমৃদ্ধ কাঁচের গম্বুজ বিশেষ। যা নভোচারীদের খাদ্য চাহিদা মেটাতে ৪৫ দিন ব্যাপী  স্পিনিচ (এক ধরণের শাক) উৎপাদন করতে সক্ষম।
গ্রিন-হাউজের কাঁচের গম্বুজটি কিছু সোলার পাওয়ারড সেন্সর এবং ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে তৈরি যা পানি এবং কার্বন-ডাই-অক্সাইডের মাধ্যমে স্পিনিচ গুলোর দেখাশুনা এবং পরিচর্যা করবে।
বাস্তবে হয়তও মঙ্গলে কৃষিকাজ করতে আরও বহুবছর লেগে যাবে। তারপরেও পাপাই এর মত কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন আমাদেরকে সঠিক দিকনির্দেশনা দিবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়।

JOIN FB>>>>>>>

Comments

  1. It would be very good for astronauts.
    We can learn a lot from the technology. So the technology of technics Our Technology for you help
    Home page

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

How to hide drive in your compute without any software