পাসওয়ার্ডের বিকল্প যখন ব্রেসলেট!


কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের নবীন প্রতিষ্ঠান বায়োনিম পাসওয়ার্ডের বিকল্প হিসেবে একটি ব্রেসলেট উদ্ভাবন করেছে। এটি ব্যবহারকারীর হার্টবিট অনুসরণ করে কাজ করে। প্রতিষ্ঠানটি ডিভাইসটির নাম দিয়েছে ‘নাইমি’।

সব মানুষের হার্টবিট আলাদা। ব্রেসলেটটিতে ইলেকট্রোকার্ডিওগ্রাম সেন্সর (ইসিজি) বসানো আছে। এটি ব্যবহারকারীর হার্টবিটের সংকেতকে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করে।  বায়োনিমের দাবি, ব্রেসলেটটি সব ব্যবহারকারীর হার্টবিট পৃথকভাবে শনাক্ত করতে পারে। এরপর ঐ সংকেত ব্লুটুথের মাধ্যমে ব্যবহারকারীর অন্য ডিভাইসে পাঠায়। ইশারা-ইঙ্গিতে ডিভাইস নিয়ন্ত্রণের জন্য ব্রেসলেটটিতে অ্যাকসেলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সর বসানো আছে। ব্রেসলেটটি অন্য কেউ ব্যবহার করলে তা আর কাজ করবে না বলে জানায় বায়োনিম।
গত মঙ্গলবার থেকে এটি বিক্রির জন্য অগ্রিম অর্ডার নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে এর দাম রাখা হচ্ছে ৭৯ ডলার। প্রথম ২৫ হাজার গ্রাহক এ দামে পাবেন। পরে এর দাম হবে ৯৯ ডলার। কালো, সাদা ও কমলা রঙে পাওয়া যাবে নাইমি ব্রেসলেট। এখন পর্যন্ত ১ হাজার আবেদন পেয়েছে বায়োনিম।

Comments

Popular posts from this blog

How to hide drive in your compute without any software