হকিং পরকালে বিশ্বাস করেন না


পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং
বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং আবারও বলেছেন, পরকাল বলে কিছু নেই। গত বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের ক্যামব্রিজে ‘হকিং’ নামের একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ২০১১ সালের মাঝামাঝিও একবার পরকালকে রূপকথা বলে আখ্যায়িত করেছিলেন হকিং।
পরকাল নিয়ে কথা বলতে গিয়ে হকিং বলেন, ‘আমি মনে করি, মস্তিষ্ক কম্পিউটারের মতোই মনের একটি প্রোগ্রাম, তাই তাত্ত্বিকভাবে কম্পিউটারে মস্তিষ্কের প্রতিলিপি তৈরি করা সম্ভব, আর এভাবে মৃত্যুর পরও একটি জীবনকে ধরে রাখা যায়। তবে এখন পর্যন্ত সেটি আমাদের আয়ুষ্কাল ও সামর্থ্যের বাইরে আছে।’
পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর জীবন কাটে হুইল চেয়ারে। ২১ বছর বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে ভুগছেন হকিং। সে সময় তাঁকে জানানো হয়েছিল, আর মাত্র দুই-তিন বছর বাঁচবেন তিনি। এমনকি তাকে সে সময় মৃত্যুর প্রস্তাবও দেয়া হয়েছিলো। কিন্তু সেসব তথ্য ও প্রস্তাবকে ভুল প্রমাণ করে এখনো তিনি দিব্যি বেঁচে আছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘সারা জীবন অকাল মৃত্যুর হুমকির মধ্যে আমি জীবনযাপন করেছি, তাই সময় নষ্ট করাকে আমি ঘৃণা করি।’
প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য হকিংয়ের নিজের লেখা এবং এর ধারা বর্ণনাও তিনি নিজেই দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, মৃত্যুকে ভয় পান না তিনি। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের তিনি বলেন, অন্ধকারকে ভয় পায়- এমন মানুষদের বানানো রূপকথা হলো পরকাল।

Comments

Popular posts from this blog

How to hide drive in your compute without any software