Posts

Showing posts from October 2, 2013

শরীরের উত্তাপে চালিত ফ্লাশ লাইট উদ্ভাবন করেছে ১৫ বছরের তরুণী

Image
ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার একজন স্কুলছাত্রী অ্যান মাকোসিন্স্কি সম্প্রতি সম্পূর্ণ শরীরের উত্তাপে চালিত এক ধরনের ফ্লাশ লাইট উদ্ভাবন করেছে । নতুন প্রযুক্তির এই ফ্লাশ-লাইট শুধুমাত্র মানুষের হাতের তালুর উত্তাপেই আলো দিতে সক্ষম। কোন রকম ব্যাটারির সাহায্য ছাড়াই এতে তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়ে সঞ্চিত হবে এবং একবার জ্বালানো হলে এটা একটানা ২০ মিনিট সময় ধরে আলো দিতে পারবে তারপর আবার একই পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করতে হবে। আগামী সেপ্টেম্বরের ২১ তরিখে অনুষ্ঠিতব্য গুগল সায়েন্স ফেয়ারে প্রদর্শণের জন্য অ্যান মাকোসিন্স্কির এই যন্ত্রটি মনোনয়ন পেয়েছে । গুগলের এই বিজ্ঞান মেলায় অ্যান মাকোসিন্স্কির প্রতিযোগী রয়েছে বিভিন্ন দেশের আরও ১৪ জন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী যারা প্রত্যেকেই তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শণ করবে। প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে পাবে ৫০,০০০ ইউএস ডলারের স্কলারশিপ সেইসাথে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জে বিনামূল্যে ভ্রমনের সুযোগ। LIKE FB>>>

তিনজন পিতামাতার জিনের সমন্বয়ে হতে যাচ্ছে মানব ক্লোন!

Image
মানব ক্লোনের ব্যাপারে যারা জানেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারেও অবগত যে কোনও একটি প্রাণীর ক্লোন করার জন্য সাধারণত একটি প্রাণীর শরীর থেকে কোষ সংগ্রহ করা হয় এবং তার সব জেনেটিক বৈশিষ্ট্য ওই প্রাণীটি থেকেই আসে। কিন্তু সম্প্রতি এমন এক প্রক্রিয়ায় ক্লোন করার কথা চিন্তা করা হচ্ছে যে প্রক্রিয়ায় ক্লোন করার জন্য তিনজন ব্যক্তির ডিএনএ ব্যবহার করা হবে। ইংল্যান্ডে এই ধরণের ক্লোনিং সরকারিভাবে অনুমোদনের পরিকল্পনাও চলছে। এই পদ্ধতিতে ক্লোনিং হল এক ধরণের in vitro fertilization (IVF) অর্থাৎ ল্যাবরেটরিতে নিয়ন্ত্রিত পরিবেশে নিষেক ঘটানো। এর নাম দেওয়া হয়েছে mitochondrial replacement। মানব কোষের একটি অঙ্গাণু হল মাইটোকন্ড্রিয়া এবং এর কিছু জটিলতার কারণে কিছু নারী সন্তানধারণ করতে অক্ষম। এই ধরণের ক্লোনিং এর ফলে তারা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। এভাবে তিনজন মানুষের শরীর থেকে ডিএনএ নেবার ফলে ক্লোন করা এই শিশুকে বলা যাবে “জেনেটিকভাবে উন্নত”, তার মায়ের এই মাইটোকন্ড্রিয়ার সমস্যায় সে ভুগবে না। কিছু সংখ্যক ব্যক্তি অবশ্য এই সংবাদে শঙ্কা প্রকাশ করেছেন। এই পদ্ধতিতে মানব ক্লোন করার জন্য যে পদ্ধতি