Posts

Showing posts from September 30, 2013

আসছে সোনার তৈরি গাড়ি!

Image
স্বপ্ন নয়, একেবারে সত্যি। এবার সোনার গাড়ি! এক-দুই টুকরো নয়, পুরোটাই সোনার। গাড়ির এই অভিনব মডেলটি তৈরি করছে ল্যাম্বরগিনি। কী থাকছে এই সোনার গাড়িতে? ডিজাইনার রবার্ট গালপেন জানাচ্ছেন, এই গাড়ি হবে পুরোটাই কাস্টমাইজড। থাকবে ১১০০ পাউন্ড সোনার ব্লক। আর ক্রেতা যদি আরও রেস্তদার হন, মানে আরও অর্থ খরচ করতে চান, তাহলে ড্রাইভিং হুইল, ড্যাশবোর্ড-এ মণিরত্ন বসিয়ে দেবেন। তবে এমন অভিনব গাড়ি তৈরি করার পেছনে একটি ভালো উদ্দেশ্যও আছে। অটো-নির্মাতা ল্যাম্বরগিনির দাবি, সোনার গাড়ি বিক্রি করে যে মুনাফা হবে তার পুরোটাই তারা পকেটস্থ করবে না। তার থেকে সাড়ে ছ’লক্ষ পাউন্ড বিভিন্ন খাতে অনুদান দেওয়া হব। এর আগেও বহু মূল্যবান গাড়ি তৈরি করে খবরের শিরোনামে চলে এসেছিলেন রবার্ট গালপেন। তাঁর দাবি, এই প্রজেক্ট শেষ হলে তাঁর নাম গিনেস বুকে উঠে যাবে সব থেকে দামি গাড়ি তৈরি করার জন্য। শুধু তাঁর নামই নয়, যিনি এই সোনার গাড়ি কিনবেন, তাঁর নামও উঠবে রেকর্ড বইয়ে, সব থেকে দামি গাড়ির ক্রেতা হিসেবে। বিভিন্ন সূত্রের খবর, ল্যাম্বরগিনি আভেনটাডোর গোল্ড মডেলটি নিলাম করা হবে। ইতিমধ্যেই গাড়িটির একটি প্রোটোট

ভূমিকম্পে আরব সাগরে জেগে উঠল নতুন দ্বীপ!

Image
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে উচ্চ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভীত-সন্ত্রস্ত মানুষের জন্য অপেক্ষা করছিল আরো একটি বিস্ময়। ভূমিকম্পের পর আরব সাগরে জেগে উঠেছে এক নতুন দ্বীপ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় শহর গোয়াদরে। ভূমিকম্পের আধ ঘণ্টার মধ্যে শহরের বাসিন্দারা তীর থেকে মাত্র এক কিলোমিটার দূরে নতুন ওই দ্বীপের অস্তিত্ব আবিষ্কার করেন। দ্বীপটি উপকূলীয় সীমা থেকে ৬৫০ ফুট দূরে। এটি প্রায় ৬০ থেকে ৭০ ফুট উঁচু ও ১২০ থেকে ৩০০ ফুট পর্যন্ত চওড়া। প্রাথমিকভাবে বালু ও সাধারণ পাথর দেখা গেছে। কী ধরনের উপাদান রয়েছে এই মাটিতে, তা নিশ্চিত করতে পরীক্ষা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। দ্বীপটির ভূপৃষ্ঠে মৃত সামুদ্রিক প্রাণী ও গাছপালা দেখা গেছে। ইতিমধ্যে দ্বীপটির মাটিতে মিথেন গ্যাসের উদগিরণ নিশ্চিত করেছে একটি গবেষক দল। বিশেষজ্ঞরা কাদামাটির একটি স্থান থেকে বাবল উদগিরণ দেখতে পেয়ে সেটি পরীক্ষা করে এই গ্যাসের সন্ধান পান। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্তি্বক গ্যারি গিবসন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, নতুন দ্বীপটি কাদার উদগিরণ। ভূকম্পনের ফলে মিথেন