অন্ধদের জন্য সাইকেল!

জন্মান্ধ বা যাদের দৃষ্টিশক্তি অনেক কম তাদের জন্য সাইকেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই সাইকেলটির নাম দেওয়া হয়েছে ‘আল্ট্রাবাইক’। এটি অনায়াসে রাস্তার প্রতিবন্ধকগুলো আল্ট্রাসনিক সেনসরের সাহায্যে চিহ্নিত করতে পারবে।
সম্প্রতি গ্লাসগোর এক বিজ্ঞান সম্মেলনে সাইকেলটির প্রদর্শন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে স্কটল্যান্ডের দাতব্য সংস্থা ‘আরএনআইবি’। সাইকেলটির তৈরি করেছে সাউন্ডফর সাইট টেকনোলজি নামে এক কোম্পানি।
  
আরএনআইবির নির্বাহি জন লেগ বলেন, এই আবিষ্কারটি অন্ধ লোকদের প্রাত্যহিক চলাচলে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বর্তমানে অন্ধদের জীবনযাপনে সহায়তার জন্য অনেক উপাদান বাজারে রয়েছে। কিন্তু এই ‘আল্ট্রাবাইক’ সম্পূর্ণ আলাদা একটি উপাদান।
অন্যের সহায়তা ছাড়াই এই সাইকেলের সাহায্য অন্ধ মানুষেরা তাদের কাজকর্ম সারতে পারবে, অবসরে ঘুরতে পারবে, প্রয়োজনীয় ভ্রমণ করতে পারবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।
তিনি আরও বলেন,আমরা অন্ধ মানুষদের প্রাত্যহিক জীবন সহজ করতে আরও নিত্য-নতুন আবিষ্কার অব্যাহত রাখব।

Comments

Popular posts from this blog

How to hide drive in your compute without any software