মুখের ব্যাকটেরিয়া হতে পারে নতুন পাসওয়ার্ড

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে প্রতিটি মানুষের মুখের ব্যাকটেরিয়ার সমন্বয় ব্যক্তিবিশেষে ভিন্নরকম এবং এর মাধ্যমে প্রতিটি মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব; ঠিক যেমন ভাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে প্রতিটি মানুষকে সনাক্ত করা যায়।

এই গবেষণায় বিজ্ঞানীরা ওরাল ব্যাকটেরিয়া ব্যবহার করেছেন যা প্রধানত মানুষের
মুখের মাড়ির নিচে বাসা বাঁধে। গবেষকেরা ১০০ জন স্বেচ্ছাসেবী ব্যক্তির মুখে ৪০০ প্রজাতির অনুজীবের সন্ধান পেয়েছেন।
৪০০ প্রজাতির মধ্যে মাত্র ২% অনুজীব প্রতিটি মানুষের মুখে বিদ্যমান এবং মাত্র ৮% এর মত ব্যাকটেরিয়া ৯০% ব্যক্তির মুখে রয়েছে। বাকী সব প্রজাতির সমন্বয় ব্যক্তিবিশেষে একদম স্বতন্ত্র যা প্রতিটি মানুষের স্বাক্ষর হিসেবে ব্যবহৃত হতে পারে।
এই গবেষণা প্রবন্ধটি সম্প্রতি PLOS ONE জার্নালে প্রকাশিত হয়েছে।

Comments

Popular posts from this blog

How to hide drive in your compute without any software