তারবিহীন পদ্ধতিতে কচ্ছপের গতিপথ নিয়ন্ত্রণ


সম্প্রতি কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা তারবিহীন পদ্ধতিতে দূর থেকে কচ্ছপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।
কোরিয়ার গবেষকেদের সাম্প্রতিক এ সাফল্যে সবার মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগাতে পারে, আপনার চারপাশে ঘুর ঘুর করে বেড়ানো প্রাণীটি নিজেই চলছে নাকি দূর থেকে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে?
গবেষকরা জানিয়েছেন,  রিমোট কন্ট্রোলের সাহায্যে গতিপথ নিয়ন্ত্রণের পদ্ধতিটি কোনো প্রাণীকে প্রশিক্ষণে ব্যবহার করা যাবে।এ ছাড়াও প্রাণীর শরীরে বিশেষ সেন্সর যুক্ত করে দূর নিয়ন্ত্রণ মাধ্যমে গোয়েন্দাগিরি বা জরুরি কাজে লাগানো যাবে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও একইভাবে কাজ করতে সক্ষম।
গত ১৭ এপ্রিল ‘প্লস ওয়ান’ সাময়িকীতে তারবিহীন পদ্ধতিতে কচ্ছপের গতিপথ নিয়ন্ত্রণের গবেষণাপত্রিটি প্রকাশিত হয়েছে। এর আগে গবেষকেরা তেলাপোকার ক্ষেত্রেও এ ধরনের গবেষণা চালিয়ে সফল হয়েছিলেন।

LIKE FB>>>

Comments

Popular posts from this blog

How to hide drive in your compute without any software