শরীরের উত্তাপে চালিত ফ্লাশ লাইট উদ্ভাবন করেছে ১৫ বছরের তরুণী

ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার একজন স্কুলছাত্রী অ্যান মাকোসিন্স্কি সম্প্রতি সম্পূর্ণ শরীরের উত্তাপে চালিত এক ধরনের ফ্লাশ লাইট উদ্ভাবন করেছে । নতুন প্রযুক্তির এই ফ্লাশ-লাইট শুধুমাত্র মানুষের হাতের তালুর উত্তাপেই আলো দিতে সক্ষম। কোন রকম ব্যাটারির সাহায্য ছাড়াই এতে তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়ে সঞ্চিত হবে এবং একবার জ্বালানো হলে এটা একটানা ২০ মিনিট সময় ধরে আলো দিতে পারবে তারপর আবার একই পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করতে হবে।
আগামী সেপ্টেম্বরের ২১ তরিখে অনুষ্ঠিতব্য গুগল সায়েন্স ফেয়ারে প্রদর্শণের জন্য অ্যান মাকোসিন্স্কির এই যন্ত্রটি মনোনয়ন পেয়েছে । গুগলের এই বিজ্ঞান মেলায় অ্যান মাকোসিন্স্কির প্রতিযোগী রয়েছে বিভিন্ন দেশের আরও ১৪ জন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী যারা প্রত্যেকেই তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শণ করবে।
প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে পাবে ৫০,০০০ ইউএস ডলারের স্কলারশিপ সেইসাথে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জে বিনামূল্যে ভ্রমনের সুযোগ।

LIKE FB>>>

Comments

Popular posts from this blog