মানুষ ও পতঙ্গের চোখের মত ফোকাস করতে পারবে ক্যামেরার লেন্স

ঢাকা : মানুষের চোখ হচ্ছে একটি আদর্শ লেন্স। এটি খুব সহজেই বিভিন্ন দূরত্বের বস্তু দেখার জন্যে ফোকাস নিয়ন্ত্রণ করতে পারে। এই ফোকাসিং এর ব্যাপারটি ফটোগ্রাফারদের নিয়ন্ত্রণ করতে কখনও কখনও ক্যামেরার লেন্স পরিবর্তন করতে হয়। ওহিও ষ্টেট ইউনিভার্সিটির (OSU) একদল প্রকৌশলী এমন এক ধরণের লেন্স আবিষ্কার করেছেন যা মানুষের চোখের মতই বিভিন্ন দূরত্বের বস্তুর ক্ষেত্রে দেখার ফোকাস পারবে। ২৫ তম আই.ই.ই.ই. ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাইক্রো-ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেমস –এ এ ব্যপারে বিস্তারিত বর্ণনা দেয়া হয়। প্রযুক্তিটি ক্যামেরার বিভিন্ন আলাদা আলাদা লেন্স বহনের ঝামেলা থেকে মুক্তি দেবে। প্রকৌশলী দলটি লেন্সটিতে এর ফোকাস পরিবর্তনের জন্যে এর মধ্যে তরল পদার্থের প্রবাহের ব্যবস্থা করেছেন। লেন্সের মধ্যে তরল পদার্থের প্রবাহের ফলে এর ফোকাসের পরিবর্তন হয়। তারা এটি তৈরিতে ব্যবহার করেছেন নমনীয় পলিমার জাতীয় পদার্থ থেকে। এর নকশাটি অনেকটা কীট-পতঙ্গের চোখের মত। এতে একটি বড় লেন্সের মাঝে অনেকগুলো ছোট ছোট লেন্স রয়েছে। এই ছোট ছোট লেন্সগুলো বিশেষ প্রকৃতির তরল দ্বারা পূর্ণ করা যায়। তরল প্রবাহের জন্যে এদের ...