বুদ্ধিমত্তাকে ধংস করে এমন অনেক অভ্যাস আছে। মানুষ ইচ্ছা বা অনিচ্ছায় এসব অভ্যাসে অভ্যস্থ হয়। মারাত্মক ক্ষতিকর এই অভ্যাসগুলো হচ্ছে- নিজেকে বিশেষজ্ঞ ভাবা: বিশেষজ্ঞ মনোভাব হচ্ছে আপনার বুদ্ধিমত্তাকে হত্যা করার একটি বড় অভ্যাস যা শুধু আপনার প্রগতিশীলতাকে হত্যাই করে না আপনাকে মানুষের সামনে ছোটও করে তুলে। যখন আপনি নিজেকে বিশেষজ্ঞ ভাবা শুরু করে দিবেন, তখনই আপনার শেখার আগ্রহ মরে যাবে। আপনার আর কখনই অন্যের কোন কথা শোনার ইচ্ছা থাকবে না এবং অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ থাকবে না। এটা মূলত আপনাকে পেছনে ঠেলে দিবে এবং আপনার বুদ্ধিমত্তাকে গলাটিপে হত্যা করবে। আপনি বিষয়টি পরিস্কার হোন যে আপনি সব বিষয়ে পারদর্শী নন এবং একজন মানুষ সব বিষয়ে পারদর্শী হতে পারেনা। ভয়: আপনি নতুন কিছু করতে যাওয়ার আগে যদি ভাবেন যে,আপনি ব্যর্থ হবেন তাহলে আপনি কখনই সেটা করতে পারবেন না। আপনি হয়তো একাধিকবার ব্যর্থ হবেন কিন্তু হাল ছেড়ে দিলে আপনি প্রকৃতপক্ষে কখনই আর দাঁড়াতে পারবেন না। আপনি যদি ভয়কে প্রশ্রয় দেন এবং চেষ্টা না করেন তাহলে কখনই আপনি ভয়কে জয় করতে পারবেন না। আত্মবিশ্বাসের অভাব: এটা ভয়ের মতো মারাত্মক ক্ষতিকর একটি। আ...