মাউস হত্যাকারী প্রযুক্তি হ্যাপটিক্স
- Get link
- X
- Other Apps
By
Unknown
-
টাচস্ক্রিনের ধারণা সাধারণত ডিভাইসের পর্দার মাঝেই সীমাবদ্ধ। সম্প্রতি
দুইজন গবেষকের প্রচেষ্টায় তৈরি হয়েছে হ্যাপটিক্স নামের এমন এক সেন্সর যার
মাধ্যমে যে কোনো উপরিতল পরিণত হবে মাল্টিটাচ স্ক্রিনে। গেশ্চার কন্ট্রোল
এটিই প্রথম নয়। এর আগেও ছিল লিপ মোশনের মাধ্যমে হাতের ইশারায় কম্পিউটার
নিয়ন্ত্রণের প্রযুক্তি। হ্যাপটিক্স প্রযুক্তির অন্যতম উদ্ভাবক ড্যারেন লিম
জানান, হ্যাপটিক্স লিপ মোশনের মতো ইনফ্রানির্ভর নয়।
যে উপরিতলে
আলো প্রতিফলিত হয় এটি সেখানেই কাজ করবে। লিপ একে বিড়ালের সঙ্গে তুলনা করে
বলেন, এটি মাউস হন্তারক। এর ব্যবহার শুরু হলে কম্পিউারের মাউসের মৃত্যু
হবে। এ প্রযুক্তিতে স্ক্রল, জুম, ট্যাপিংয়ের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট সবই
করা যাবে। এটি উন্নয়নের জন্য ১ লাখ ডলার তহবিল সংগ্রহের কাজ শুরু হবে
শিগগির। আপাতত উইন্ডোজ ও উবুন্টুতে কাজ করতে পারা এ প্রযুক্তি ভবিষ্যতে
আন্ড্রয়েড এবং অন্যান্য ওএসে কার্যকর হবে। সূত্র : ম্যাশেবল
JOIN FB>>>>>
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment